নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে সুমাইয়া (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ১৫ জুলাই সোমবার দুপুর একটার দিকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আঁচলকোট গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া একই গ্রামের ইয়াকুব আলীর মেয়ে। মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুরে সুমাইয়া বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে যায়। খেলার সময় দুপুর একটার দিকে হঠাৎ পুকুরের পানিতে পড়ে যায়। খেলার সাথীরা এ সময় চিৎকার চেঁচামেচি শুরু করলে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে কিছুক্ষণ পরে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …