রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / বনপাড়া ডিগ্রি কলেজের গেইট মহাসড়ক পর্যন্ত অবমুক্ত করার সিদ্ধান্ত

বনপাড়া ডিগ্রি কলেজের গেইট মহাসড়ক পর্যন্ত অবমুক্ত করার সিদ্ধান্ত

 

নিজস্ব প্রতিবেদক:বড়াইগ্রাম (নাটোর)

নাটোরের বড়াইগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ 

বনপাড়া ডিগ্রি কলেজের নব গঠিত গভর্নিং বডি’র সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ সভা কক্ষে গভর্নিং বডি’র নব নির্বাচিত সভাপতি জামাল উদ্দিন মিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসায়ী সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, সদস্য সচিব বনপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কোহিনূর বেগম, দাতা সদস্য রেজাউল করিম রেজা, শিক্ষক প্রতিনিধি সদস্য লুৎফর রহমান।

সভায় কলেজ এর প্রধান গেইট মহাসড়ক বরাবর অবমুক্ত করে ছাত্র-ছাত্রীদের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করা, কলেজ এর নিজস্ব জায়গার দোকানঘর গুলো সংস্কার করে উপযুক্ত ভাড়ায় ভাড়া দেওয়া, কলেজের ভিতরের অবকাঠামো সুসজ্জিত করে লেখাপড়ার সুন্দর পরিবেশ সৃষ্টি করা, শিক্ষকের প্রয়োজনীয়তা নিরূপণ করে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগে উদ্যোগ গ্রহণ করা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …