নিজস্ব প্রতিবেদক: সিংড়া (নাটোর)
নাটোররে সিংড়ায় খাজুরা ইউনিয়নের একদিনতলা হতে ঢাকরবাড়ী পর্যন্ত ৪
কিলো ৭০মিটার ও মানিকচাপড় গ্রামে২০০মিটার পাকা রাস্তা নির্মাণে ব্যাপক
অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা ইঞ্জিনিয়ারের
বিরুদ্ধে। নির্মিত ৪কিলো ৭০মিটার এ রাস্তায় পুরাতন ইট ও বালি রাস্তার এক
পাশে সরিয়ে রেখে রাতের অন্ধকারে পুনারায় ব্যবহার করা হচ্ছে এবং ২০০মিটার
রাস্তার প্রথম ধাপে সাফবেজে রুলার ব্যাবহার না করে ডাবিøউ বিএম এর
নিন্মমানের ইট ব্যাবহার হ্ধসঢ়;চ্ছে ।
এলাকাবাসীর অভিযোগ,উপজেলা প্রকৌশলী অফিসারের সাথে যোগসাজসে
এসব করছে ঠিকাদার। অবিলম্বে রাস্তায় এসব নিন্মমানের ইট অপসারণ করে
উন্নতমানের ইট দিয়ে নতুন করে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন
এলাকাবাসী।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) অধীনে ২৩-২৪
অর্থ বছরে ২০০মিটার ১৪ লক্ষ ও ৪.৭০মিটার ১ কোটি টাকা ব্যায়ে নির্মাণের
কাজ পায় ঠিকাদার প্রতিষ্ঠান মহির উদ্দিন।
এলাকাবাসী আরো বলেন,সরকার বছর বছর কোটি কোটি টাকা বরাদ্ধ দিলেও
সংশ্লিষ্টদের অনিয়ম ও দুর্নীতির কারণে কাজের কাজ কিছুই হচ্ছে না।
প্রকল্প গুলোতে নিম্মমানের নির্মান সামগ্রী ব্যবহারের ফলে কিছু দিনের মধ্যেই
রাস্তা গুলো ভেঙ্গে জলে যাচ্ছে সরকারি টাকা। কয়েক মাস যেতে না যেতেই ব্যবহার
অউপযোগী হয়ে পড়ে এসব সড়ক। ফলে সরকারি বরাদ্ধের অবমুল্যায়নের ফলে দূভোগের
শিকার হতে হয় এলাকাবাসীদের।
আর এই কাজ গুলো দেখাশোনার দ্বায়িত্বে নিয়োজিত রয়েছেন সিংড়ার দুই উপ-
সহকারী প্রকৌশলী শহিদুল আলম ও রহমত আলী তারা বলেন,আপনার সাথে ঠিকাদার
প্রতিষ্ঠান কথা বলবে এই বলে পাশ কাটিয়ে যায়। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের
কারো বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা প্রকৌশল এলজিইডি আহম্মেদ রফিক বলেন,ল্যাব টেষ্টের জন্য সিম্পল
পাঠিয়েছি রেজাল্ট না আশা পর্যন্ত কোন কিছু বলতে পারবোনা বলে বিষয় টি
এড়িয়ে যান।
আরও দেখুন
বড়াইগ্রামে গণঅভ্যুত্থানে আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জুলাই- আগষ্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে তাদের …