সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় মামার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে

সিংড়ায় মামার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে

ভাগ্নের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সিংড়া (নাটোর)
নাটোরের সিংড়া উপজেলার মহেষচন্দ্রপুর গ্রামে আত্রাই নদীর পানিতে ডুবে
আজমাইল ইফতেদার গালিফ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে মামার বাড়ির পেছনে আত্রাই নদীর পার দিয়ে হাটছিলো
আজমাইল ইফতেদার গালিফ হটাৎ পা পিচলে নদীতে পরে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার
করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত
বলে ঘোষণা করেন।
নিহত আজমাইল ইফতেদার গালিফ উপজেলা ধারাইল গ্রামের রেজাউলের পুত্র।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …