নিজস্ব প্রতিবেদক: হিলি (দিনাজপুর)
গাছ লাগান পরিবেশ বাঁচান- এই ¯েøাগানকে সামনে রেখে দিনাজপুরের হিলি হাকিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুর ২ টায় হাকিমপুর বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার উদ্যোগে হিলি টু বৈগ্রাম সড়কে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন। এসময় সেখানে বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কন্ঠের হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,পৌর সভার ১ নং ওযার্ডের পৌর আওয়ামীলীগের সভাপতি মো: মানিক মিয়া, দৈনিক আমাদের সময় এর হিলি প্রতিনিধি মিজানুর রহমান মিজান,হিলিবার্তার স্টাফ রিপোর্টার মোস্তাকিন হোসেন,বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার সভাপতি ফিরোজ হোসেন,সহ-সভাপতি মুনিরা আক্তার,সাধারণ সম্পাদক মোছা: খাদিজা ইয়াসমিন,কোষাধ্যক্ষ সুমি আক্তার,সাবেক সাধারণ সম্পাদক নাসিম ও সদস্য সাজিদ খন্দকারসহ অনেকেই উপস্থিত ছিলেন। ওই সড়কের দুই পার্শ্বে আম ও কাঠাল গাছের চারা রোপণ করা হয়।
প্রধান অতিথি বলেন,বসুন্ধরা শুভ সংঘ বৃক্ষরোপণের মহতি উদ্যোগকে স্বাগত জানাই। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পৃথিবী ভরে উঠুক বর্ণিল সবুজ সাজে। বসুন্ধরা শুভসংঘের জন্য শুভ কামনা রইলো। তিনি আরও বলেন,বসুন্ধরা শুভ সংঘ শুধু বৃক্ষরোপন নয়, অনেক মহতি কাজের সাথে জড়িত। আমি দেখেছি আমাদের এই এলাকার দুই জন মেধাবী সন্তানকে লেখাপাড়ার সব খরচ চালিয়ে যাচ্ছেন এই বসুন্ধরা শুভ সংঘ। তাদের মধ্য একজন ঢাকা মেডিকেল পড়ছেন আর একজন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পড়া লেখা করছেন। বসুন্ধরা শুভ সংঘের মহতি কাজের কথা বলে শেষ করা যাবে না। অসহায় শিক্ষার্থীদের লেখাপাড়ার খরচসহ শিক্ষার জন্য বিভিন্ন জেলা ও উপজেলায় স্কুল তৈরি করেছেন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …