রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা

নাটোরে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা

নিজস্ব প্রতিবেদক: নাটোরে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। প্রতিবছরের ন্যায় এবারও নাটোর রাজবাড়ীর শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গণ থেকে এই রথযাত্রা শুরু হল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রার শুভ উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। জেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য তপন কুমার সেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট প্রসাদ তালুকদার সহ পূজা উদযাপন পরিষদের সদস্যবৃন্দ। উদ্বোধনের পর ভক্তবৃন্দ রথের দড়ি টেনে শ্রী শ্রী জয় কালী মাতার মন্দির প্রাঙ্গনে নিয়ে যায়। সেখান থেকে আগামী ১৫ জুলাই ফিরতি রথ আবারও শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গণে ফিরে আসবে। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ২০২৪ রথযাত্রা উদযাপন উপলক্ষে নাটোর রাজবাড়ি শ্রী শ্রী শ্যামসুন্দর বিগ্রহ মন্দিরের রথ,ইসকন মন্দিরের রথ,বড়গাছা পালপাড়া, মল্লিকহাটি,কানাইখালী,বিহারজিউ আখরা,মন্দির থেকেও বর্ণাঢ্য রথযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় ভক্তরা রথের দড়ি টেনে জগতের সকলের মঙ্গল কামনা করেন। সারা শহরেই কীর্তন গান শঙ্খধ্বনি উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। রথ চলাকালীন সময়ে বিভিন্ন মন্দিরের সেবাইতরা ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করেন। শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে পৌরসভার মেয়র ও জেলা পূজা যবন পরিষদের সভাপতি উমা চৌধুরী জলি সনাতন ধর্মাবলম্বীদের সকলকে শুভেচ্ছা জানান।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …