সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / নাটোর জেলা আইনজীবি সহকারী সমিতির সভাপতি রানা, সম্পাদক ফরিদ

নাটোর জেলা আইনজীবি সহকারী সমিতির সভাপতি রানা, সম্পাদক ফরিদ

নিজস্ব প্রতিবেদক: সিংড়া (নাটোর)
নাটোর জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এস এম রবিউল আওয়াল রানা। তিনি পেয়েছেন ১৬১ ভোট, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী সৌমেন্দ্রনাথ ভট্টাচার্য পার্থ পেয়েছেন ৮৫ ভোট ও সাধারণ সম্পাদক পদে টানা ৬ষ্ঠ বারের মত নির্বাচিত হয়েছেন মো. ফরিদ উদ্দিন। তিনি পেয়েছেন ১৩৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আল মামুন পেয়েছেন ১০৮ ভোট।

শুক্রবার (৫ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ২৫২ জন ভোটারের মধ্যে ২৫০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শরিফুল হক মুক্তা ফলাফল ঘোষণা করেন।

সভাপতি রবিউল আওয়াল রানা নাটোর সদরের মোহনপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত সেকেন্দার আলী। সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন সিংড়া পৌরসভার চকসিংড়া মহল্লার মৃত আলিমুদ্দিন প্রামাণিকের ছেলে। এছাড়া মো. ফরিদ উদ্দিন বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহসভাপতি ও উচ্চপদস্থ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …