নিজস্ব প্রতিবেদক: বড়াইগ্রাম (নাটোর)
বড়াইগ্রাম উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বাঘাইট জাগরণী বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সমিতির সভাপতি ওয়াসেক আলী সোনারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ভূট্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান চামেলী বেগম। সভায় সমিতির সহ-সভাপতি প্রধান শিক্ষক শামসুর রহমান শাহীনের সঞ্চালনায় প্রধান শিক্ষক খলিলুর রহমান, আশিকুর রহমান, মিজানুর রহমান, রেজাউল করিম, এসকেন্দার আলী ও ইকবাল হোসেন এবং সহকারী শিক্ষক শিবদাস সান্যাল বক্তব্য রাখেন। এ সময় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ শিক্ষকদের নানা সমস্যা সমাধানে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে শিক্ষক সমিতির উদ্যোগে নবনির্বাচিত উপজেলাচেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …