রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / চিকিৎসা নিয়ে ফেরার পথে নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

চিকিৎসা নিয়ে ফেরার পথে নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

নিজস্ব প্রতিবেদক: নাটোর প্রতিনিধি চিকিৎসা নিয়ে ফেরার পথে নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত। আজ দুপুর ১ টার দিকে উপজেলার বেড়িলাবাড়ি জামতলা তিন খুটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতারা হলেন দুড়দুড়িয়া ইউনিয়নের উধনপাড়া এলাকার জনৈক মাহবুব আলমের স্ত্রী মোছাঃ রুবিনা (৩৫) এবং তিন বছরের মেয়ে রোকেয়া। পুলিশ ও এলাকাবাসী জানান, আজ দুপুরে চিকিৎসা শেষে অটো ভ্যান যোগে মেয়ে রোকেয়া এবং স্ত্রী রুবিনাকে নিয়ে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বাড়ি ফিরছিলেন মাহবুব আলম। ফেরার পথে দুপুর একটার দিকে বেড়িলাবাড়ি জামতলা তিনখুঁটি নামক স্থানে পৌঁছালে রাজশাহী গামী মাইক্রোবাস তাদের বহনকারী ভ্যানটিকে সজরে ধাক্কা দেয় । এতে মা রুবিনা ও মেয়ে রোকেয়া ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হন মাহবুব আলম এবং ভ্যানচালক সাজু। স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। ঘটনার পরপরই মাইক্রোবাসের ড্রাইভার কৌশলে পালিয়ে যায়। পুলিশ মাইক্রোবাসটি জব্দ করে লালপুর থানায় নিয়ে আসে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন জানান পুলিশ মাইক্রো বাসের চালককে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। সেইসঙ্গে মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়ের করা হবে।

আরও দেখুন

নানা কর্মসূচীর মধ্যদিয়ে বড়াইগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

  নিজস্ব প্রতিবেদক: শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে …