শনিবার , অক্টোবর ৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় ছুরিকাঘাত হওয়া সেই অটো চালক মারা গেছেন

বাগাতিপাড়ায় ছুরিকাঘাত হওয়া সেই অটো চালক মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক:নাটোর প্রতিনিধি নাটোরের বাগাতিপাড়ায় ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে আহত ইজিবাইক চালক আলাল উদ্দিন মারা গেছেন। মঙ্গলবার (২ জুলাই) রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আলাল নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের ছোট জংলী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।উল্লেখ্য,সোমবার দিবাগত রাত ১২ টার দিকে ওই অটোচালক নাটোর থেকে যাত্রী নিয়ে বাগাতিপাড়ায় আসছিলেন। উপজেলার জিগরী থেকে তমালতলা বাজারের পথিমধ্যে দুবৃত্তরা তাকে ধুরিকাঘাত করে অটো ছিনতাইয়ের চেস্টা করে। তবে হঠাৎ সেখানে বাগাতিপাড়া থানা পুলিশের টহল টিম পৌছালে দুবৃত্তরা পালিয়ে যায়। পরে পুলিশ আহত অবস্থায় ওই অটোচালককে উদ্ধার করে হাসপতালে প্রেরণ করে। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মঙ্গলবার রাতে মারা যান।বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটো উদ্ধার করা হয়েছে । তিনি আরো বলেন, মঙ্গলবার দুপুরে আলালের বোন রাবিয়া বেগম বাদি হয়ে বাগাতিপাড়া থানায় অজ্ঞাতনামা কয়েক জনের বিরুদ্দে একটি মামলা দায়ের করেন। সেই মামলা আমলে নিয়ে আসামী ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও দেখুন

বাইরের দৃশ্য দেখতে গিয়ে ওভার ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় রেলওয়ের ওভার ব্রিজের পিলালের সাথে ধাক্কা লেগে এক অজ্ঞাত(১৫) শিশুর মৃত্যু …