নীড় পাতা / জেলা জুড়ে / রুপের মায়া 

রুপের মায়া 

টপি সরদার

নিজস্ব প্রতিবেদক:  

বর্ণে কৃষ্ণকালি রুপী একরতী 

রুপে পাপে গুনে সে মায়াবতী, 

দেবিরুপার অর্ধ হইলো নিষ্ঠুর ভারী 

জনম কাটলো যে দুনিয়া করি আড়ি;

কালোতে ভালো জ্বলে প্রদীপ হয়ে 

শত রুপ নস্যি অতি এই রুপ সয়ে,

আখিঁ কালিতে সর্বত্রে বিবস করে

সর্বাঙ্গে দংশিল মিশে স্বহৃদে ভরে;

কেশে বেশে কালো মেঘো পূর্ণিমা 

পদোধূলিতে হুংকারে পরিপূর্ণ মা, 

ইচ্ছেময়ী মানবি শক্তি ঝড়া অগ্নিনি

ধবল মনা মায়া হবে শুভ বনে বন্দিনি।

আরও দেখুন

রাণীনগরে নিষিদ্ধ রিংজাল ভস্মিভূত

নিজস্ব প্রতিবেদক: রাণীনগর: নওগাঁর রাণীনগরে খাল থেকে প্রায় ৬০০মিটার  নিষিদ্ধ চায়নাদুয়ারী রিংজাল জব্দ করে আগুনে …