নিজস্ব প্রতিবেদক:নন্দীগ্রাম (বগুড়া)বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নন্দীগ্রাম উপজেলার প্রথম ম্যাজিস্ট্রেট, প্রথম উপসচিব ও বীর মুক্তিযোদ্ধা মরহুম দেলোয়ার হোসেনের ছেলে মেরিন ক্যাপ্টেন সারোয়ার হোসেন সোহেল।
সোমবার (২৪ জুন) সন্ধ্যায় নন্দীগ্রাম মিডিয়া সেন্টারে নন্দীগ্রাম প্রেস ক্লবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নন্দীগ্রাম মিডিয়া সেন্টারের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেরিন ক্যাপ্টেন সারোয়ার হোসেন সোহেল।
সেসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি আখতার হোসেন দুলাল, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি অদ্বৈত কুমার আকাশ, দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক তৃতীয় মাত্রার উপজেলা প্রতিনিধি সুমন কুমার নিতাই, এনসিএন ও দৈনিক সাতমাথার উপজেলা প্রতিনিধি মামুন আহমেদ, সাংবাদিক মহসিন আলী, আব্দুল হান্নান, রাজু আহম্মেদ, সুমন কুমার সরকার, মজনুর রহমান, এআর মানিক ও মনিরুল ইসলাম প্রমুখ।