মঙ্গলবার , জুলাই ২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে আধিপত্য নিয়ে বাস বাস মালিকের ভাতিজাকে গুলি, মাস্টারকে কুপিয়েছে প্রতিপক্ষ, বাস চলাচল বন্ধ

নাটোরে আধিপত্য নিয়ে বাস বাস মালিকের ভাতিজাকে গুলি, মাস্টারকে কুপিয়েছে প্রতিপক্ষ, বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: নাটোর প্রতিনিধি নাটোর জেলা বাস মালিক সমিতির আধিপত্য নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছে আর পি রোকেয়া পরিবহনের মালিকের ভাতিজা সুবেল(২৭)।এসময় সমিতির মাস্টার নীরেন্দ্র নাথকে(৪৫) কুপিয়ে আহত করেছে হামলাকারীরা।তাদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনার জন্য বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমান ও কোষাধ্যক্ষ বাবুল আখতারকে দায়ী করেছে জেলা বাস মালিক সমিতি।ঘটনার প্রতিবাদে কাউন্টারে তালা লাগিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতি। আজ শনিবার(২২ জুন) রাত ১টায় শহরের বড়হরিশপুর বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাসিরুর রহমান খান চৌধুরি এহিয়া অভিযোগ করেন, জেলা বাস মালিক সমিতির সদস্য ৩৫০ জন।প্রতি সদস্যের সর্বোচ্চ ১৫টি করে বাস নামানোর অনুমতি রয়েছে।তবে সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও রাজকীয় পরিবহনের মালিক মজিবর রহমান এ নিয়ম অমান্য করে ২০টি করে বাস নামান।এ নিয়ে সমিতির সাধারণ সদস্যদের অভিযোগ ছিলো। সম্প্রতি বিষয়টি তাকে জানানো হয়।এরই জেরে মজিবর, নাবিলা পরিবহনের মালিক বাবুল আখতার, খোকা নামের এক যুবকসহ ১০/১২ জন বাস টার্মিনাল এলাকায় সমিতির মাস্টার ধীরেন্দ্রকে কুপিয়ে আহত করে।এসময় বাধা দিতে গেলে আর পি রোকেয়া পরিবহনের মালিকের ভাতিজা সুবেলের পায়ে গুলি করে চলে যায় তারা।এসময় তাদের কাজে বাধাদানকারীদের দেখে নেয়ার হুমকি দেয়।এতে আমরা বাস মালিকরা নিরাপত্তাহীনতায় ভুগছি।আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।সমিতির তাৎক্ষণিক সিদ্ধান্তে সকল কাউন্টার ও বাস(জেলা সমিতির) চলাচল বন্ধ ঘোষণা করছি।হামলাকারিদের গ্রেফতার না করলে কর্মসূচী দির্ঘায়িত করা হবে। এ ঘটনার পর বক্তব্য জানতে অভিযুক্ত মজিবর রহমান ও বাবুল আখতারের সাথে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত ঘোষ জানান, একজন গুলিবিদ্ধ ও কুপিয়ে আহত একজনকে পরিস্থিতি বিবেচনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান জানান, ঘটনার পর বাস টার্মিনাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।পরিস্থিতি স্বাভাবিক এখন।ঘটনার সাথে জড়িতদেরকে চিহ্নিত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

বাগাতিপাড়ার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ

 নিজস্ব প্রতিবেদক:   নাটোরের বাগাতিপাড়ার কৃষি প্রণোদনা (রেমাল) কর্মসূচী ২০২৩-২০২৪ এর আওতায় খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও …