মঙ্গলবার , নভেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / পাল্টা সংবাদ সম্মেলনে নাটোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

পাল্টা সংবাদ সম্মেলনে নাটোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নাটোর প্রতিনিধি এবার পাল্টা সংবাদ সম্মেলনে নাটোর শহরের নববিধান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান গোবিন্দ’র বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ আনলেন অভিযুক্ত শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস সহ ভুক্তভোগী অন্যান্য শিক্ষক-কর্মচারীরা। বৃহস্পতিবার স্থানীয় একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অভিযুক্ত শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস। লিখিত বক্তব্যে তিনি তার বিরুদ্ধে প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকারের আনা সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে অভিহিত করেন। তিনি তার বক্তব্যের স্বপক্ষে বেশ কিছু প্রামানিক কাগজ পত্রও প্রদান করেন। তিনি বলেন শুধুমাত্র তার নামটি সংশোধিতভাবে এমপিও ভুক্তির জন্য না পাঠানোর কারণে দীর্ঘ ৯ বছর নব বিধান উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করার পরেও তার নাম এমপিও ভুক্ত হয়নি। তার নিয়োগ যে বৈধ ছিল তার স্বপক্ষে তিনি প্রধান শিক্ষক কতৃক স্বাক্ষরিত নিয়োগপত্র ও তার যোগদানের রিসিভ কপিও তার লিখিত আবেদনের সাথে সংযুক্ত করেন। এমপিও ভুক্তির জন্য বিভিন্ন সময়ে প্রধান শিক্ষকের চাহিদা অনুসারে যে ১৩ লাখ টাকা প্রদান করেছিলেন তার একটি স্বীকারোক্তিপত্রও সংযুক্ত করেন। এছাড়াও তার বিভিন্ন স্তরের যেসব সার্টিফিকেট রয়েছে তারও ফটোকপি প্রদান করেন। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। পরে ভুক্তভোগি শিক্ষক মোছাঃ হাছিনা ইয়সমিন তার কম্পিউটার শিক্ষক হিসেবে এমপিওভুক্তির পর ৪/৫ মাস বেতন উত্তোলন করার পরেও কিভাবে তার সার্টিফিকেট জাল বলে এমপিও ভুক্তি বাতিল করা হ’ল এবং উমা রাণী পালিত,হাছিনা আক্তার ও অবসরপ্রাপ্ত নৈশ প্রহরী নূরুল ইসলাম সহ শিক্ষক কর্মচারীবৃন্দ নববিধান বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয়করণ করার নামে উত্তোলনকৃত টাকা আত্মসাতের অভিযোগ আনেন প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকারের বিরুদ্ধে। তারা তাদের লিখিত বক্তব্যে বলেন, প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকারের কথা ছিল যদি জাতীয়করণ না হয় তাহলে তিনি তাদের কাছ থেকে উত্তোলনকৃত টাকা ফেরৎ দেবেন। কিন্তু জাতীয়করণ না হওয়ায় তাদের টাকা ফেরৎ চাইতে গেলে তাদের সাথে দুর্ব্যবহার করেন। পরে এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও পৌর মেয়র উমা চৌধুরী জলির নিকট অভিযোগ করলে তারা বিষয়টি জানালে সংসদ সদস্য বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শফিউল আযম স্বপনকে বলেন, যে প্রধান শিক্ষক যেন তিন দিনের মধ্যে উত্তোলনকৃত টাকা ফেরৎ দেন। এর পরে প্রধান শিক্ষক টাকা ফেরৎ না দিয়ে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন করেন যা রহস্যজনক। তারা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। উল্লেখ্য গত ৮ জুন বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার লিখিত বক্তব্যে বলেছিলেন, জাতীয়করণের নামে যে টাকা নেওয়ার হয়েছে তা’ সকল শিক্ষক কর্মচারি একমত হয়েই কয়েক ধাপে টাকা তুলে ব্যাংকে জমা ও প্রেরণ করা হয় যার সকল তথ্যাদি সংরক্ষিত রয়েছে। অভিযোগকারীদের কথামত অনৈতিক কাজ না করায় তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বিরুদ্ধে নানা অভিযোগ করছেন। সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনিত সকল সকল অভিযোগ মিথ্যা, মনগড়া এবং ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছিলেন প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার

আরও দেখুন

নাটোরে হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,হিন্দু জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু …