নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
সড়ক দুর্ঘটনা

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বাগাতিপাড়ার পেড়াবাড়িয়া মহল্লায় ট্রেনে কাটা পড়ে আলমগীর হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। আজ ১৬ জুন রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর পেরাবাড়িয়া এলাকার জনৈক আজাদের ছেলে।

এলাকাবাসী জানায়, আজ ১৬ জুন রবিবার বিকেলে পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রেল লাইনে বসে মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন তিনি। এসময় লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন হুইসেল বাজালেও তিনি টের পাননি।

ট্রেন সিগন্যাল দিলেও তিনি খেয়াল না করায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঈশ্বরদী রেলওয়ে থানায় খবর দেয়া হয়েছে। সেখান থেকে পুলিশ এসে মরদেহ উদ্ধার করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও দেখুন

বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:নাটোরের বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে …