নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন

নাটোরে নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন নাটোর সদর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

নাটোর উইমেন চেম্বার কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোছা: সুলতানা পান্নার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি শিক্ষা রওশন আলী, অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদা শারমিন নেলি, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল ইসলাম, পৌর মেয়র উমা চৌধুরী জলি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চন্নু, জেলা যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া, প্রভাষক আকরামুল ইসলাম, মাসবাপী এই মেলায় মোট ৮০টি স্টল ও দশটি রাইড স্থাপন করা হয়েছে।

আরও দেখুন

বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:নাটোরের বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে …