সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওসমান আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পেশায় তিনি নির্মাণ শ্রমিক (রাজ মিস্ত্রি) ছিলেন।বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কাকফো মসজিদের সামনে আমিরুল ইসলামের বাড়িতে কাজে গিয়ে এই হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত ওসমান নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের লোটাবাড়িয়া গ্রামের আলীর ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ওসমান ঘটনার দিন সকালে ওই বাড়িতে রাজ মিস্ত্রির কাজ করতে যান। কাজ করতে করতে খুব গরম অনুভূত হলে ওই বাড়ির একটি টেবিল ফ্যান হাতে নিয়ে বাতাস অনুভব করছিলেন। হঠাৎ তিনি সেখানে ওই ফ্যানে বৈদ্যুতিক শক খান। পরে তার সহযোগি ও ওই বাড়ির লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির এমন আকস্মিক মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …