নিজস্ব প্রতিবেদক:
কোরবানীর ঈদকে সামনে রেখে নাটোর পৌরসভায় ভিজিএফ কার্ডের মাধ্যমে ৪৬২১জন হতদরিদ্র পেল বিনামূল্যে চাউল। মঙ্গলবার নাটোর পৌরসভা চত্বরে এই চাউল বিতরণের উদ্বোধন করেন পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। এ সময় পুরুষ ও মহিলা কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের মোট ৪৬২১জন হতদরিদ্রের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
প্রথম শ্রেণীর এই পৌরসভায় এত কম সংখ্যক ভিজিএফ কার্ড হওয়ায় কার্ড বঞ্চিতদের ভিড় সামলানো বেশ কঠিন হয়ে পড়ে। মেয়র উমা চৌধুরী জানান, আগামী শুক্রবার পর্যন্ত এই চাউল বিতরণ কর্মসুচি চলবে। তিনি আরো বলেন, পৌরসভার জন সংখ্যার ভিত্তিতে এই ভিজিএফ কার্ড বরাদ্দের ব্যবস্থা করলে সেবা বঞ্চিতের সংখ্যা অনেক কম হতো।
নাটোর পৌরসভা যেখানে প্রথম শ্রেণীর পৌরসভা এবং লোক সংখ্যা লক্ষাধিক সেখানে মাত্র ৪৬২১ টি ভিজিএফ কার্ড প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পরবর্তীতে জন সংখ্যার ভিত্তিতে ভিজিএফ কার্ড বরাদ্দ বাড়ানোর অনুরোধ জানান।