সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / রিমালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পাশে আছে সরকার

রিমালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পাশে আছে সরকার

নিউজ ডেস্ক :

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সার্বক্ষণিক পাশে আছে সরকার। ঘূর্ণিঝড়ের প্রথমদিন থেকেই বিভিন্ন মাধ্যমে উপকূলের মানুষের খোঁজ রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিমালের ক্ষতি কাটাতে আগামী এক সপ্তাহের মধ্যে উপকূলের ক্ষয়ক্ষতির প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া প্রধানমন্ত্রী নিজেই ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করবেন। বুধবার বেলা সাড়ে ১১টায় কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে কপোতাক্ষ কলেজ চত্বরে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসহায়তা বিতরণকালে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক-উজ-জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কয়রা পাইকগাছার সংসদ-সদস্য রশিদুজ্জামান, ভোলা-৪ আসনের সংসদ-সদস্য আব্দুল্লাহ আল জ্যাকব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান, খুলনা জেলা পুলিশ সুপার সাইদুর রহামান, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্রী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মহাসিন রেজা প্রমুখ। এদিকে রিমালে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন শেষে চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, আগামীকাল (আজ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীতে আসবেন। ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ভোলা-৪ আসনের সংসদ-সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ সচিব কামরুল হাসান, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ডিজি মিজানুর রহমান, পুলিশ সুপার মহিদুজ্জামান, ইউএনও নওরীন হক, পৌর মেয়র মোরশেদ প্রমুখ।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …