নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ার দয়ারামপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

বাগাতিপাড়ার দয়ারামপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৪নং দয়ারামপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরে ১ কোটি ১৮ লাখ ৪৭ হাজার ১শত ১৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।মঙ্গলবার (২৮ মে) সকালে দয়ারামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই বাজেট পেশ করেন ইউপি সচিব অনুপ কুমার সরকার। বাজেটপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মাহাবুর ইসলাম মিঠু। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন ও উপজেলা প্রেসক্লাব’র সদস্য মুক্তার হোসেন। উল্লেখ্য, বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ১৮ লাখ ৪৭ হাজার ১শত ১৬ টাকার এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৭ লাখ ৮৫ হাজার ৫শত টাকা।এ অনুষ্ঠানে ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, শিক্ষক,সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

আরও দেখুন

বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:নাটোরের বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে …