নিজস্ব প্রতিবেদক:
রিমালের প্রভাবে নাটোরে ঝড় বৃষ্টিতে কিছু এলাকায় গাছপালা ভেঙে পড়েছে। এতে সাময়িক ভাবে রাস্তায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা ডালপালা কেটে রাস্তা চলাচলের উপযোগী করেছে। গতকাল সন্ধ্যা থেকে ঝড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হয় নাটোর জেলায়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ জানান, গতকাল থেকে এ পর্যন্ত জেলায় গড়ে ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টি ফসলের জন্য উপকার বয়ে আনবে।ঝড়ো হাওয়া এবং বৃষ্টি থামার পরে এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। তবে এখনো তেমন কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।