নিজস্ব প্রতিবেদক:
নাটোরে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদযাপন করা হয়েছে। আজ ২৩ মে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে নাটোরের দত্তপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের এই কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান, জেলা শিক্ষা অফিসার শাহাদুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী প্রমুখ। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষ্যে আজ থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে ডাক্তারের মাধ্যমে ৫-১৬ বছর বয়সী সকল ছাত্র-ছাত্রীসহ অন্যান্য শিশুদেরকে বিনামূল্যে কৃমি নাশক ঔষধ সেবন করানো হবে। জেলায় এবার ৪ লক্ষ ১০ হাজার শিক্ষার্থীকে এই কৃমিনাশক ট্যাবলেট সেবন করানো হবে।