নিজস্ব প্রতিবেদক:
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। সেই সাথে বন্দর অভ্যন্তরের সকল ধরনের কার্যক্রমও বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।
বুধবার (২২ মে) সকাল ১১ টায় বিষয়টি নিশ্চিত করছেন হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রæপের সভাপতি হারুন উর রশিদ হারুন ।
তিনি জানান,বৌদ্ধ ধর্মাবলম্বীদের বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ ২২ মে বুধবার হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল ২৩ মে বৃহস্পতিবার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল জানান,বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।