নিজস্ব প্রতিবেদক:
নাটোরে জাল টাকা সহ মোঃ রিপন (৩৩) এবং তার স্ত্রী লাবনী আক্তার রিমু (২০)কে আটক করেছে র্যাব। গতকাল ২১ মে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে নাটোর সদরের ধরাইল বাজার থেকে তাদের আটক করা হয়। আটক রিপন রাজশাহী জেলার বাগমারা থানার রনশি বারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। র্যাবের কোম্পানি কমান্ডার মেজর হাসান মাহমুদ জানান, র্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্প একটি অপারেশন দল ২১ মে মঙ্গলবার বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সদর উপজেলার ৩নং দিঘাপতিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ধরাইল বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় এক হাজার টাকার ১৩টি নোট এবং পাঁচশ টাকার ২৪ টি নোট সহ লাবনী আক্তার রিমু ও তার স্বামী মোঃ রিপনকে আটক করেন।
তিনি আরো জানান, রিপন এবং তার স্ত্রী রিমু সঙ্ঘবদ্ধ জালিয়াত চক্রের কাছ থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার এলাকায় জাল টাকা সরবরাহ করে আসছে। র্যাব তাদের মূল প্রস্তুতকারক এবং সরবরাহকারীকে সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।