রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নাটোরের দুইটি উপজেলার উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নাটোরের দুইটি উপজেলার উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক:

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া এই দুইটি উপজেলার নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮ টা থেকে একযোগে এই দুইট উপজেলার ভোট গ্রহণ শুরু হয়। শুরুর সময় ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান,আজ মঙ্গলবার নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে লালপুর উপজেলার মোট ভোটার ২৩৮৮৪৫জন এবং বাগাতিপাড়া উপজেলার মোট ১১৫৯৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। লালপুর উপজেলায় ৬ জন চেয়ারম্যান প্রার্থী, ৩ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান এবং বাগাতিপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

লালপুর উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৬৪০টি কেন্দ্রে এবং বাগাতিপাড় উপজেলার ১ টি পৌরসভা ও ৫ টি ইউনিয়নের ৩২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।। কেন্দ্র্রগুলোর নিরাপত্তার জন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। 

এদিকে ভোটাররা জানান, সুন্দর পরিবেশে তারা নিজেদেরে পছন্দের প্রর্থীকে ভোট দিয়েছেন। আবহাওয়া বেশ ভালো। আইন শৃংখলা পরিস্থিতিও ভালো আছে। 

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …