নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া (নাটোর)
নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে দুই চেয়ারম্যান প্রার্থী ও এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ৪২ হাজর টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সেসময় কিছু সরঞ্জমাদিও জব্দ করা হয়। শনিবার সকাল থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ। আদালত সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার পাকা ইউনিয়নের একডালা বাজারে শালিক প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আসলাম উদ্দিনের এক সমর্থককে নির্বাচনী আদেশ অমান্য করে অফিস নির্মাণের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া সেখান থেকে ৩০ টি প্লাস্টিকের চেয়ার, ১শ টি পোস্টার জব্দ করা হয়। পরে একই প্রার্থীর মাকুপাড়া বাজার থেকে অফিস ঘর নির্মাণের ৬টি টিন জব্দ করা হয়। একইদিন সন্ধ্যায় দোয়াত কলম প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেনের ছবি দিয়ে গেঞ্জি তৈরির অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ সহ ৩ টি গেঞ্জি জব্দ করা হয়। এছাড়া মোটর সাইকেল নিয়ে শোডাউন করার অপরাধে একই প্রার্থীর এক সমর্থককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে কলস প্রতিকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মিতা বেগম শিবলিকে মোটর সাইকেল নিয়ে শোডাউন করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।বাগাতিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে কাজ করছে প্রশাসন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …