বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় ভোক্তা অধিকারের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

বাগাতিপাড়ায় ভোক্তা অধিকারের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় মেয়াদোত্তীর্ণ, মেয়াদবিহীন এবং স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার দায়ে চার প্রতিষ্ঠানকে দশ হজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার সকালে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের সাইলকোনা বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়।

এসময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ   করার অপরাধে ওই বাজারের মা ভ্যারাইটিজ স্টোরের স্বত্বাধিকারী হাফিজুর রহমানকে দুই হাজার, মা মনি ভ্যারাইটিজ স্টোরের স্বত্বাধিকারী কামরুজ্জামাকে দুই হাজার, মেয়াদবিহীন আইসক্রিম বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে একই বাজারের সরকার স্টোরের স্বত্বাধিকারী দুলাল সরকারকে একহাজার এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে কেয়া ফার্মেসীর স্বত্বাধিকারী আবুল কালাম আজাদকে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। অভিযানে নাটোর জেলার রিজার্ভ অফিসের একটি চৌকশ পুলিশ টিম উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …