মঙ্গলবার , নভেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ফোনে কথা বলতে বলতে মোটরসাইকেল চালানোয় নাটোরে ট্রাক চাপায় কলেজ ছাত্র নিহত

ফোনে কথা বলতে বলতে মোটরসাইকেল চালানোয় নাটোরে ট্রাক চাপায় কলেজ ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক:

ফোনে কথা বলতে বলতে মোটরসাইকেল চালানোয় নাটোরে ট্রাক চাপায় মোঃ রিয়াদ রায়হান (২২) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আজ ১২ মে রোববার দুপুর সাড়ে বারোটার দিকে নাটোর রাজশাহী মহাসড়কের পিটিআই বটতলা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ রামাইগাছি এলাকার শরিফ মিয়ার ছেলে দিঘাপতিয়া এমকে অনার্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ১২ মে রোববার দুপুর সাড়ে বারোটার দিকে রিয়াদ দয়ারামপুর রোড থেকে মোটরসাইকেল যোগে পিটিআই বটতলা এলাকায় নাটোর রাজশাহী মহাসড়কে উঠছিলেন। এ সময় হরিশপুরের দিক থেকে একটি ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিল। মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলার কারণে রিয়াদ ট্রাক আসার ঘটনা লক্ষ্য করেনি। মহাসড়কে ওঠার সাথে সাথেই ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিয়াদ নিহত হয়। পুলিশ ট্রাকটি আটক করে মরদেহ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

আরও দেখুন

নাটোরে হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,হিন্দু জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু …