রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির নেতা বহিষ্কার

বাগাতিপাড়ায় উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক:

দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় নাটোরের বাগাতিপাড়া উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মানিকে দল থেকে বহিস্কার করা হয়েছে। 

শনিবার (০৪ মে) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে নির্দেশক্রমে বহিস্কার করা হলো এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এবিষয়ে বাগাতিপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি মোশাররফ হোসেন বলেন, বিকেলেই অনলাইনের মাধ্যমে তার বহিষ্কারাদেশ পেয়েছি। তিনি( মানিক) যদি বিএনপি করতেন তো এই দুর্দিনে দলের পাশে থাকতেন। তাকে সাফ জানিয়ে দেওয়া হবে, তিনি দলের সঙ্গে মুনাফেকি করছেন। তিনি বিএনপি করলে এমন কাজ করতে পারতেন না।

এ বিষয়ে জানতে বহিষ্কৃত বিএনপি নেতা ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিক এর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্ঠা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …