সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে একশত ফুলের চারা রোপন

নাটোরে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে একশত ফুলের চারা রোপন

নিজস্ব প্রতিবেদকঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে রোপন করা হলো একশতটি ফুলের চারা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে নাটোর জেলা শিল্পকলা একাডেমির বাগিচায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে উৎসর্গ করে রোপন করা হলো একশতটি ফুলের চারা। রচিত হলো পুষ্পকানন।

বৃহস্পতিবার বিকেলে শহরের কানাইখালীতে শিল্পকলা একাডেমির বাগিচায় বিভিন্ন ধরনের একশটি ফুলের চারা রোপণ করা হয়। এই সময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, পুলিশ সুপার লিটন কুমার সাহা, শিক্ষাবিদ অধ্যাপক সুবীধ কুমার মৈত্র অলক, পৌর মেয়র উমা চৌধুরী জলি প্রমুখ।

উল্লেখ্য, ২০২০ সালকে সরকার মুজিব বর্ষ ঘোষণা করেন। তারই অংশ হিসেবে নাটোরেও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এখন থেকেই বিভিন্ন প্রস্তুতিমূলক সভা সেমিনার এবং স্মরণীয় করে রাখার মত কোন কিছু করাকে জোর দিয়েছে সরকার।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …