রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বড় হরিশপুর বাস স্ট্যান্ড থেকে ইয়াবা সহ একজন আটক

নাটোরের বড় হরিশপুর বাস স্ট্যান্ড থেকে ইয়াবা সহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক:

নাটোর শহরের বড়হরিশপুর বাস স্ট্যান্ড থেকে ইয়াবা সহ মোহাম্মদ সিরাজুল ইসলাম(৫১) নামের এক অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ সময় তার কাছ থেকে ১হাজার ৮০০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটক সিরাজুল ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মাজদিয়ার পূর্ব পাড়া গ্রামের মৃত গোলাপ সরদারের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল আজ ২৬ এপ্রিল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর শহরের বড় হরিশপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় আর পি রোকেয়া পরিবহনের কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা সিরাজুল ইসলামের একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশি কালে তার ব্যাগের ভিতর থেকে ১হাজার ৮শ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …