রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে শিশুদের নিয়ে সাংবাদিকতা পেশা সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত

নাটোরে শিশুদের নিয়ে সাংবাদিকতা পেশা সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে শিশুদের নিয়ে সাংবাদিকতা পেশা সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সদরের মাঝদিঘা এলাকায় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, নাটোর কর্মরত যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপনডেন্ট এবং নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান। কর্মশালায় ১৫০ জন শিশু উপস্থিত ছিলেন। 

কর্মশালায় শিশু সংক্রান্ত বিষয়ে সাংবাদিকতার নীতিমালা, শিশুদের মৌলিক অধিকার, শিশুদের নিয়ে সংবাদ পরিবেশনে সতর্কতাসহ সাংবাদিকতার বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরা হয়। পরে সাংবাদিকতা বিষয়ে শিশুদের বিভিন্নপ্রশ্নের উত্তর দেন সাংবাদিক নাজমুল হাসান। শিশুদের মাঝে সাংবাদিকতার ইতিবাচক দিক তুলে ধরতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের সভাপতি শলোমন কিসকু, মিসেস নমিতা টুডু, নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক তায়জুল ইসলাম শুভসহ অন্যান্যরা।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …