নীড় পাতা / আইন-আদালত / লাইসেন্স ছাড়া ইটভাটা চালানোয় বিশ হাজার টাকা জরিমানা

লাইসেন্স ছাড়া ইটভাটা চালানোয় বিশ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনকারী মেসার্স এম.বি.পি ব্রিকস নামের ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

লাইসেন্স ছাড়া ইটভাটা চালানোর দায়ে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ওই ইটভাটা মালিক মোশারফ হোসেনকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী তাকে ২০ হাজার টাকা জরিমানার রায় দেন।

ইউএনও তমাল হোসেন বলেন, লাইসেন্স ছাড়া ইটভাটার কার্যক্রম চালানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ইটভাটায় গিয়ে সত্যতা প্রমাণ পাওয়ায় দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও দেখুন

গুরুদাসপুর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক: চলতি বোরো মওসুমে নাটোরের গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে সরকারি ধান-চাল সংগ্রহের উদ্বোধন …