সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত

লালপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
নাটোরের লালপুর সড়ক দূর্ঘটায় ফরিদউদ্দিন আলম (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার রহিমপুর ( উধনপাড়া) নামক স্থানে এই ঘটনা ঘটে। উপজেলার মনিহারপুর গ্রামের আলিমউদ্দিন মন্ডলের ছেলে ফরিদউদ্দিন।

জানা যায়, বুধবার বিকেল ৪ টা ৪৫ মিনিটের দিকে ফরিদউদ্দিন আলম মোটরসাইকেল যোগে রাজশাহী জেলার বাঘা উপজেলা থেকে লালপুরের উদ্দেশ্যে আসার পথে ঢাকা থেকে বাঘাগামী সুপার সোনি বাসের সাথে উপজেলার রহিমপুর ( উধনপাড়া) নামক স্থানে মুখামুখী সংর্ঘষ হয়। এসময় ফরিদউদ্দিন আলম ঘটনাস্থলে নিহত হয়। পরে স্থানীয় লোকজন নিহত অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফরিদউদ্দিনকে মৃত ঘোষনা করেন।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …