রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের তিনটি উপজেলায় ১৮ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল 

নাটোরের তিনটি উপজেলায় ১৮ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল 

নিজস্ব প্রতিবেদক:

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৮ মে অনুষ্ঠিতব্য নির্বাচনের আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এই নির্বাচনে নাটোর জেলার ৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে নাটোর সদর, সিংড়া এবং নলডাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে ভোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ ১৬ এপ্রিল সোমবার বিকেলে নির্ধারিত সময়ের মধ্যে নাটোর সদরে ৭ জন সিংড়ায়, ২জন এবং নলডাঙ্গা উপজেলায় ৯জন চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নাটোর সদরে ৬ জন, নলডাঙ্গায় ৭জন এবং সিংড়ায় ৩জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাটোর সদরে ২ জন নলডাঙ্গায় ৬জন এবং সিংড়ায় ৩জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে বাছাই হবে ১৭ এপ্রিল, আপিল করা যাবে ১৮ এপ্রিল থেকে ২০ এপ্রিল, আপিলের নিষ্পত্তি হবে ২১ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২২ এপ্রিল। এরপরে ২৩ এপ্রিলে প্রতীক বরাদ্দ হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …