শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / ইতিহাস ও ঐতিহ্য / বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নাটোরে পালিত হচ্ছে বাংলা নববর্ষ

বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নাটোরে পালিত হচ্ছে বাংলা নববর্ষ

নিজস্ব প্রতিবেদক:

জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নাটোরে পালিত হচ্ছে বাংলা নববর্ষ । এ উপলক্ষে আজ রবিবার সকালে শহরের মহারাজা জগদিন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় এবং কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন প্রতীক নিয়ে অংশ নেয়।

শোভাযাত্রায় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা প্রশাসক মোঃ আবু নাছের ভূঁঞা সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে নাটোর রাজবাড়ী চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মুক্তমঞ্চে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এছাড়া একই স্থানে আয়োজন করা হয় তিন দিন ব্যাপী গ্রামীন মেলা।

রয়েছে পৌরসভার পক্ষ থেকে পান্তা পরিবেশন করা হয়। প্রতিদিন বিকেল ৫ টা পর্যন্ত চলবে এই মেলা। শোভাযাত্রা সহ সকল অনুষ্ঠান ও তিনদিনব্যাপী মেলা নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। জেলার বিভিন্ন উপজেলাতেও বাংলা নববর্ষ পালনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …