রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় এক নারী নিহত

বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় এক নারী নিহত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় এক নারী নিহত। আজ ১২ এপ্রিল শুক্রবার রাত্রি পৌনে আটটার দিকে বনপাড়া পৌর শহরের নাটোর পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে ওই নারীর কোন পরিচয় পাওয়া যায়নি।

বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আজ রাত পৌনে আটটার দিকে নাটোর পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় একটি ট্রাক অজ্ঞাতনামা এক নারীকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

এলাকাবাসী জানায়, দুর্ঘটনায় নিহত মাঝ বয়সি ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি পৌরসভার বিভিন্ন মহল্লা এবং রাস্তাঘাটেই ঘুরে বেড়াতেন।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …