সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় ৪টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার-১

সিংড়ায় ৪টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার-১

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় ৪টি চোরাই গরু উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিংড়া থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল গ্রামের শ্রীবাস চন্দ্র সরকারের বাড়ির গোয়াল ঘরের তালা কেটে ৩টি গাভী ও ১টি ষাড় গরু চুরি হয়। ভূক্তভোগী মালিক গরুগুলো চুরির বিষয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় একটি মামলা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে সিংড়া থানা পুলিশ উপজেলার সুকাশ ইউনিয়নের দোশোপাড়া গ্রাম থেকে গরুগুলো উদ্ধার এবং এ ঘটনায় জড়িত আঃ রউফ (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেন। তিনি দোশোপাড়া গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, গরুগুলোর মালিক সিংড়া থানায় উপস্থিত হয়ে সনাক্ত করলে উদ্ধারকৃত ৪টি গরু সলঙ্গা থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …