রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নানা আয়োজনের মধ্যে দিয়ে নাটোরে বিশ্ব অটিজম সচেতনতা  দিবস পালিত 

নানা আয়োজনের মধ্যে দিয়ে নাটোরে বিশ্ব অটিজম সচেতনতা  দিবস পালিত 

নিজস্ব প্রতিবেদক:

সচেতনতা -স্বীকৃতি-মূল্যায়ন শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা  এই প্রতিপাদ্য নিয়ে  আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে বিশ্বঅটিজম সচেতনতা দিবস  পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার বেলা ১০টার দিকে  জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায়   জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সামিউল আলিম এর  সভাপতিত্বে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত  পুলিশ সুপার মাহামুদা শারমিন নেলী, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান, এমকে অনার্স কলেজের সাবেক অধ্যাক্ষ আব্দুর রাজ্জাক, বিশিষ্ট শিক্ষাবিদ অলোক কুমার মৈত্র সহ বিভিন্ন এনজিও ও প্রতিবন্ধি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন,  এসময় বক্তারা বলেন অটিজমে আক্রান্ত শিশু ও বয়স্কদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তার প্রয়োজনীয়তাকে তুলে ধরতে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৭ সালে ২ এপ্রিলকে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ হিসেবে পালনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের পর থেকে প্রতি বছর দিবসটি পালন করা হচ্ছে।

একসময় অটিজম ছিল একটি অবহেলিত জনস্বাস্থ্য ইস্যু। এ সম্পর্কে সমাজে নেতিবাচক ধারণা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও স্কুল সাইকোলজিস্ট সায়মা ওয়াজেদ পুতুলের নিরলস প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে। তিনি ২০০৭ সালে এ বিষয়ে দেশে কাজ শুরু করেন। এ অবহেলিত জনস্বাস্থ্য ইস্যুতে তার বিরাট অবদানের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি পেয়েছেন। বর্তমানে সায়েমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …