রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবি পরিবার ও এলাকাবাসী সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবি পরিবার ও এলাকাবাসী সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িতে হামলা চালিয়ে ভাঙ্গচুর ও লুটপাটের পর জয়নাল আবেদিনকে হত্যার ঘটনায় আসামীদের গ্রেফতারের দাবি জানিয়ে নিহতের পরিবার ও এলাকাবাসী সংবাদ সম্মেলন করেন।

আজ রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের নিহত জয়নাল আবেদীনের স্ত্রী আয়েশা খাতুন অভিযোগ করে বলেন, এই মামলার আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুড়ে বেড়ালেও পুলিশ তাদের ধরছেনা। এতে করে তারা দাপটের সাথে এলাকায় চলাফেরা করছে এবং মামলা তুলে নিতে বাদীপক্ষকে হুমকী দিচ্ছে।

এই ঘটনার পর আয়েশা খাতুন তার আত্মীয়-স্বজনসহ প্রায় ১৫টি পরিবার আতংকের মধ্যে রয়েছে বলে দাবি করেন।

তিনি তার স্বামী হত্যার সুষ্ঠ বিচার দাবি করে মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

নিহত জয়নাল আবেদীনের স্ত্রী আয়েশা খাতুনের পক্ষে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন হাবিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, হাবিবুর রহমান, শাহিন আলী, নিহতের জয়নাল আবেদীনের স্ত্রী আয়েশা ও তার সন্তান।

উল্লেখ্য গত ২৪ ও ২৫ মার্চ নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতাবেল হোসেন বাবর ও গোমস্তাপুর উপজেলার আড্ডা এলাকার জয়নাল আবেদীনের সাথে জমিজমা পূর্বের শত্রুতার জের ধরে সংঘর্ষ হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …