সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বাগাতিপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বাগাতিপাড়ায় পুকুরের পানিতে ডুবে নিহা ইসলাম নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার অনুমানিক বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু নিহা ওই গ্রামের সুজন আলী ও রাখি দম্পতির মেয়ে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিশুটির মা কাপড় কাচার জন্য নিহাকে সাথে নিয়ে বাড়ির অদুরে পুকুরে গিয়েছিল। পরে কাপড় কাচা শেষে নিহার মা বাড়ি ফিরে আসে। কিন্তু মেয়েকে নিয়ে আসার কথা মনে ছিল না। কিছু সময় পরে নিহার দাদি নিহাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ওই পুকুরে গিয়ে পানিতে ডুবে থাকা অবস্থায় উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …