রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ২৫ মার্চ গণ্যহত্যা দিবস উপলক্ষে হিলিতে স্মৃতিচারণ,দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

২৫ মার্চ গণ্যহত্যা দিবস উপলক্ষে হিলিতে স্মৃতিচারণ,দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,হিলি:
২৫ মার্চ গণ্যহত্যা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে স্মৃতিচারণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২ টা ৩০ মিনিটে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মুখ সমর প্রাঙ্গণে উপজেলা নিবার্হী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।

অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন,সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার লায়লা ইয়াসমিন, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,ওসি মো:দুলাল হোসেন,ওসি তদন্ত জাহাঙ্গীর আলম,ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী,বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম,উপজেলা শিক্ষা অফিসার শামসুল আলম, ইন্সট্রাকটর বদরুল মিল¬াত,উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ মাষ্টার,স্বেচ্ছাসেবকলীগেরসহ-সভাপতি জাকির হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ।

পরে বিকেল ৪ টায় উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নে খট্টা গ্রামে শহিদ মুক্তিযোদ্ধাদের কবরে ফাতিহা পাঠ করা হয়। এরপর রাত ১০ টা ৩০ থেকে ১০ টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের জন্য হাকিমপুর উপজেলায় বø্যাক-আউট করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …