রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারি গ্রেপ্তার 

নন্দীগ্রামে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারি গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া):

বগুড়ার নন্দীগ্রামে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল ইসলাম ভোলা (৩৮) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে থানার এসআই শাহ সুলতান মো. হুমায়ুন কবির সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্যা গ্রাম থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামি সাইফুল ইসলাম ভোলা নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্যা গ্রামের মৃত খয়বর আলী মাস্টারের ছেলে। শুক্রবার থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে। 

থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে এবং থাকবে। আর মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …