শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / Uncategorized / লালপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

লালপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

নিজস্ব প্রতিবেদক,,লালপুর:

নাটোরের লালপুর উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে নানান কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে রবিবার সকালে উপজেলা চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন।

এসময় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সহ তার পরিবারের সদস্যদের ও জাতীয় ৪ নেতা  সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী,অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব,উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত আমান আজিজ,লালপুর থানার ওসি নাছিম আহমেদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু,সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর প্রমুখ।

আরও দেখুন

১০ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ

 নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামসহ সাতটি উপজেলার ১০ হাজার ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের …