মঙ্গলবার , এপ্রিল ১৫ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / ভুয়া কাবিননামায় বিয়ে করে ৩ বছর ধরে ধর্ষণ:
অবশেষে মুন্না আটক

ভুয়া কাবিননামায় বিয়ে করে ৩ বছর ধরে ধর্ষণ:
অবশেষে মুন্না আটক

নিজস্ব প্রতিবেদক,হিলি (দিনাজপুর):
দিনাজপুরের হিলিতে ভুয়া কাবিননামায় এক মেয়েকে বিয়ে করে তিন বছর ঘরসংসার করে আসছিল বোয়ালদাড় গ্রামের সাদেক আলীর ছেলে মুশফিকুর রহমান মুন্না (৪২)।

বিষয়টি স্ত্রী জানতে পেয়ে এর প্রতিবাদ করলে কথিত স্বামী তাদের অন্তরঙ্গ মূহূর্তের ভিডিও ফেসবুকে ভাইরাল করে দেয়। এরপর ওই নারীর করা অভিযোগের প্রেক্ষিতে শনিবার সকালে তাকে আটক করে পুলিশ।

হাকিমপুর থানার ওসি দুলাল হোসেন জানান,প্রায় ৩ বছর আগে একই গ্রামের এক মেয়ের সাথে দুই সন্তানের জনক মুশফিকুর রহমান মুন্নার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ের নাটক সাজিয়ে ভুয়া কাবিননামায় বিয়ে করে। বিয়ের পর থেকে তাকে বিভিন্ন ভাড়া বাসায় রেখে ধর্ষণ করে। কয়েকদিন আগে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এরপর ওই মেয়ের করা অভিযোগের প্রেক্ষিতে সত্যতা পাওয়ায় তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন ও পর্ণগ্রাফি আইনে মামলা দায়ের পূর্বক দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে প্রবাসীর কন্যা শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম নিখোঁজের একদিন পর উপজেলার পাবনা সীমান্তবর্তী গাড়ফা গ্রামের একটি ভুট্টা …