রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সাংবাদিক দেবাশীষ সরকারের বাবার পরলোকগমন

সাংবাদিক দেবাশীষ সরকারের বাবার পরলোকগমন

নিজস্ব প্রতিবেদক:

চ্যানেল ২৪ নাটোরের স্টাফ রিপোর্টার দেবাশীষ কুমার সরকারের বাবা সুধাংশু কুমার সরকার পরলোকগমন করেছেন। আজ ১৪ই মার্চ রাত আটটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি পরলোক গমন করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে দুই পুত্র, স্ত্রী এবং নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। ৭৫ বছর আগে তিনি নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়নের কামারদুয়ার গ্রামে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে সুধাংশু কুমার সরকার দীর্ঘ সময় ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা শেষে অবসর জীবন যাপন করছিলেন।

বেশ কয়েকদিন যাবত তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। আগামীকাল সকাল দশটার দিকে নাটোর কাশিমপুর মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। এছাড়াও শোক ও সমবেদনা জানিয়েছেন সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্টু। সুধাংশু কুমার সরকারের মৃত্যুতে নারদ বার্তা পরিবার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …