সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বড়াইগ্রামে শয়ন কক্ষ থেকে এক ব্যাক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে শয়ন কক্ষ থেকে এক ব্যাক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামে নিজ বাড়ীর শয়ন কক্ষ থেকে লিটন হোসেন নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার খাকসা গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত লিটন হোসেন খাকসা গ্রামের রুস্তম আলীর ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম খান ও এলাকাবাসী জানান,লিটন হোসেন ৩/৪ টি বিবাহ করেছেন কিন্তু কোন স্ত্রী তার সাথে থাকেনা। দুইটি ছেলে সন্তান মাঝে মাঝে তার সাথে এই ঘরেই থাকতো। বেশ কিছু দিন তাদের দেখা যায়না। গত ৪/৫ দিন পূর্বে লিটন রাতের খাবার খেয়ে নিজ শয়ন ঘরে চলে যায়। তারপর থেকে লিটনের আর কোন খোঁজ খবর পাওয়া যায়না। আজ দুপুরে লিটনের ঘরের পার্শে টিউবয়েলে পানি নিতে এসে স্থানীয় এক কৃষক দূর্গন্ধ পেয়ে এলাকাবাসীদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘরের দরজা ভেঙ্গে লিটনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। প্রাথমিক ভাবে স্বাভাবিক মৃত্যু ধারনা করা হলেও ময়না তদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারন জানা যাবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …