রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে রাস্তার পাশে অজ্ঞাত যুবকের মরদেহ

নাটোরে রাস্তার পাশে অজ্ঞাত যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদকঃ

নাটোরে রাস্তার পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ৮ মার্চ শুক্রবার সকালে হয়বতপুর বাজার পার হয়ে দিয়ার সাতুরিয়া পশ্চিম পাড়া গ্রাম থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। মৃত ওই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আজ ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে মসজিদের ইমাম রাস্তার পাশে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ জানায়, প্রাথমিক সুরতহাল রিপোর্টে দেখা যায় মরদেহের মুখে আঘাতের চিহ আছে। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।  

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …