নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে ঐতিহাসিক ৭ ’ মার্চ দিবস পালন

বড়াইগ্রামে ঐতিহাসিক ৭ ’ মার্চ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম :

 নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহষ্পতিবার বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল এবং সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হাবিবা খাতুন। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর- ৪ (গুরুদাসপুর- বড়াইগ্রাম) সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহানউদ্দিন মিঠু, উপজেলা চেয়ারম্যান (ভার.) মো. আতাউর রহমান আতা, বড়াইগ্রাম থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সরল মুরমু, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শারমিন সুলতানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা, বীর মুক্তিযোদ্ধা আবু খায়ের প্রমুখ।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …