সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / হঠাৎ আগুনে ভস্মীভূত হয়ে গেল দৃষ্টি প্রতিবন্ধী রফিকের সবকিছু

হঠাৎ আগুনে ভস্মীভূত হয়ে গেল দৃষ্টি প্রতিবন্ধী রফিকের সবকিছু

নিজস্ব প্রতিবেদক:

হঠাৎ আগুনে ভস্মীভূত হয়ে গেল দৃষ্টি প্রতিবন্ধী রফিকের সবকিছু। নাটোরের বাগাতিপাড়ার দয়রামপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির পাশে রফিকের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী রফিকের শোবার ঘর গোয়াল ঘরসহ তার শেষ সম্বলটুকু নিমেষের মধ্যেই ভস্মীভূত হয়। এলাকাবাসী জানায়, আজ ৬ মার্চ বেলা এগারোটার দিকে হঠাৎ করে রফিকের বাড়ির পাশে খড়ের গাদা থেকে এই আগুনের সূত্রপাত হয়।

প্রথমে স্থানীয়রা পরে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে রফিকের বাড়িঘর পুড়ে ছাই। এ সময় রফিক ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না। অত্যন্ত দরিদ্র হওয়ায় রফিক এখন খোলা আকাশের নিচে। ইউনিভার্সিটি’র পাশেই পান সিগারেটের দোকান করে কোনরকম জীবিকা নির্বাহ করতেন রফিক। তার স্ত্রী অন্যের বাড়িতে গৃহ কর্মীর কাজ করেন। শুধু পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নাই। তিনি কান্নাকাটি করতে করতে সকলের কাছে সহযোগিতা কামনা করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …